ধর্ম -বিধান ও নারী নির্যাতন

পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীদের নানান ভাবে নিয়ন্ত্রণ করার প্রবণতা দেখা যায়। আমরা জানি, প্রাতিষ্ঠানিক ধর্মে নারী বৈষম্যের শিকার। নারীদের ছলে-বলে-কৌশলে, লাঞ্ছনায়, সতী-অসতীর মোড়কে, পর্দাপ্রথার বাঁধনে, দোজখের আগুনে; প্রাতিষ্ঠানিক ধর্মকে কাজে লাগিয়ে অষ্টেপৃষ্ঠে শৃঙ্খলা বদ্ধ করে জটিল থেকে জটিলতর এক পর্যায়ে আটকে দেওয়া হয়েছে।

by তামান্না | 01 January, 2024 | 526 | Tags :   patriarchal faraiz law humans right gender biased